Apan Desh | আপন দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা: ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪৬, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরে সন্ত্রাসী হামলা: ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারতকে সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৩ এপ্রিল) ট্রুথ সোশাল মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, কাশ্মীর থেকে পাওয়া খবর অত্যন্ত মর্মান্তিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

এছাড়া কাশ্মীরের ওই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন, ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেক বিশ্বনেতারা এ হামলার নিন্দা জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ পর্যটক। নিহতদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। সেইসঙ্গে আছে বিদেশি দুজন নাগরিক। তাদের মধ্যে  একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের নাগরিক।

আরওপড়ুন<<>>সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন মোদি

এদিকে, পেহেলগামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আকাশে টহল দিচ্ছে একের পর এক হেলিকপ্টার। গেল কয়েক বছরের মধ্যেই ভারতের সুইজারল্যান্ড হিসিবে খ্যাত পেহেলগামে এটি সবচেয়ে প্রাণঘাতি হামলা। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অনেক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হতাহতদের খবর নিতে হাসপাতালে ভিড় করছে স্বজনরা। নিহতের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই।

এদিকে, হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংকল্প অটুট রয়েছে, যা আরও শক্তিশালী হবে। এ হামলার পর নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরছেন বলে জানিয়েছে পিটিআই। একইসঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় কাশ্মীরে শ্রীনগরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়