Apan Desh | আপন দেশ

অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২২ নভেম্বর ২০২৪

অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাম বন্ডি ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইনি পেশায় দক্ষতার জন্য বন্ডির প্রশংসা করে ট্যাম্প বলেন, ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় বন্ডি কঠোরভাবে অপরাধ দমন করেছেন।

বন্ডি বিচারব্যবস্থায় রাজনীতিকরণের সমাধান করবেন বলেও আশা করেন ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনটা আর হবে না। পাম বিচার বিভাগকে অপরাধ দমনে ও যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করতে কাজ করবেন বলে জানান তিনি।

বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বন্ডি থিঙ্কট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের আইনি শাখার নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব পালন করেন। এই থিঙ্কট্যাংকের কর্মীরা ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে সহায়তা করেছেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে এর আগে ট্রাম্প ম্যাট গেটজকে মনোনীত করেন, তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি।

ম্যাট গেটজ যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।

বন্ডিকে অভিনন্দন জানিয়ে গেটস বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চমৎকার পছন্দ। তিনি একজন প্রমাণিত আইনজীবী, অনুপ্রেরণাদায়ী নেতা এবং আমেরিকানদের জন্য একজন প্রকৃত বিজয়ী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়