Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ৯ অক্টোবর ২০২৪

পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’)-এর সন্দেহভাজন ২ জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুই দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। 

বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ) মৌরিপুর এলাকায় মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে। সেসঙ্গে দাবি করা হয় সে র’তে কাজ করে। সন্দেহভাজন সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে এসআইইউ।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন করেন। আদালত অভিযুক্ত সেলিমকে দুই দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সেসঙ্গে পরবর্তী তারিখে তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আইওকে নির্দেশ দেন।

এসআইইউ কর্মকর্তার জানান, অভিযানের ফলে বিভিন্ন বিভাগ থেকে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল এবং বেশ কয়েকটি জাল সার্ভিস কার্ড জব্দ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে বিভিন্ন নামে একাধিক পাসপোর্ট রয়েছে। এছাড়াও, তাকে বিভিন্ন পরিচয়পত্র বহন করতে-ও পাওয়া যায়।

উল্লেখ্য, সন্দেহভাজন ব্যক্তি নেপাল হয়ে বেশ কয়েকবার ভারতে যাওয়ার প্রমাণ ও নথি পাওয়া গেছে। যা তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে ডন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়