
বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা ও রামদেব
মাত্র কয়েক দিন আগেই না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তার মৃত্যুতে শোক বইছে পুরো বলি পাড়ায়। এমন সুস্থ, স্বাভাবিক, প্রাণবন্ত অভিনেত্রীর এভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
যদিও শেফালি কিছু ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবুও এভাবে হঠাৎ মৃত্যু কেন? গুঞ্জন ওঠে, তিনি নাকি বয়স ধরে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে কিছু ওষুধ সেবন করতেন।
সে আলোচনার মধ্যেই অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে একটি মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। তিনি বাবা রামদেব নামেই সমধিক পরিচিত। অভিনেত্রীর সম্পর্কে এমন বক্তব্যকে অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার বক্তব্যের পজিটিভ ব্যাখ্যা করছেন।
এক সাক্ষাৎকারে শেফালির শারীরিক অবস্থার ব্যাখ্যায় রামদেব বলেন, তার হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যারে সমস্যা ছিল। বাইরে থেকে উপসর্গ কিছুই বোঝা যায়নি, কিন্তু ভেতরের যন্ত্রপাতি ঠিক ছিল না।
রামদেবের এ মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই একে ‘সংবেদনশীলতার অভাব’ বলে সমালোচনা করছেন। তবে অনেকে বলছেন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন- দেখতে সুস্থ মনে হলেও ভেতরে বাসা বেঁধেছিল কোনো গুরুতর অসুখ।
জানা গেছে, মৃত্যুর সময় শেফালির রক্তচাপ হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছিল, যা তার হৃদ্রোগজনিত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।