Apan Desh | আপন দেশ

আর্টস সেটিং গিল্ডের কোপ এবার কার ওপর?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আর্টস সেটিং গিল্ডের কোপ এবার কার ওপর?

ছবি সংগৃহীত

কী ভুল করেছেন, জানেন না ছোট পর্দার প্রযোজক-পরিচালক শ্রীজিৎ রায়। ঠিক যেমন জানেন না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক-পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। খবর, নতুন বছরে এই দু'জন যথাক্রমে নতুন ছবি আর সিরিজ় পরিচালনা শুরু করতে চেয়েছিলেন।

আচমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেয়া হয়। শ্রীজিৎকে সেটুকুও জানানো হয়নি। তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড।

পর পর তিন জন পরিচালকের উপর কোপ পড়ায় শঙ্কিত পরিচালকেরা। এর পর কার পালা? আতঙ্কে প্রত্যেকে। তারই সমাধান খুঁজতে শ্রীজিতের ডাকে সাড়া দিয়ে সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্যেরা।

প্রত্যেকের প্রশ্ন,‘আমাদের দোষ কোথায়? কেন আমাদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে না? আমরা তো একটাই পরিবার। ঠোকাঠুকি লাগতেই পারে।’ বিস্মিত রাজ পাল্টা প্রশ্ন রেখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রাইকের ঘোর বিরোধী। তাকে অমান্য করার সাহস দেখাচ্ছেন কারা? 

আপন দেশ/এবি/সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়