Apan Desh | আপন দেশ

খুবি টানা ১২দিন ছুটি ঘোষণা

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৯:৫৫, ১২ এপ্রিল ২০২৩

আপডেট: ১০:০০, ১৩ এপ্রিল ২০২৩

খুবি টানা ১২দিন ছুটি ঘোষণা

ফাইল ছবি

পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল  পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে আগামী ৩০ এপ্রিল থেকে অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে হলসমূহ পুনরায় খুলে দেয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা পূর্ব অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করলে তাদের সীমিত সেবা প্রদান করা হবে। এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ১ মে খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপন দেশ/এএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়