Apan Desh | আপন দেশ

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ সংস্কার কাজের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১১ জানুয়ারি ২০২৬

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ সংস্কার কাজের উদ্বোধন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এসময় বীর প্রতীক এটিএম খালেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 

আরও পড়ুন<<>>বাকৃবিতে খালেদা জিয়ার জীবন-কর্মযজ্ঞ নিয়ে তথ্য প্রদর্শনী

উপাচার্য তার বক্তব্যে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন স্মৃতিচিহ্ন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটিএম খালেদ ১৯৫৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনি ১৯৭৩-৭৪ শিক্ষাবর্ষে বাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন এবং ফুটবল ও হকিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাব অর্জন করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রদলের প্রথম আহবায়ক ও সংগঠনের প্রথম শহীদ হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’