Apan Desh | আপন দেশ

বাকৃবিতে খালেদা জিয়ার জীবন-কর্মযজ্ঞ নিয়ে তথ্য প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১২, ৭ জানুয়ারি ২০২৬

বাকৃবিতে খালেদা জিয়ার জীবন-কর্মযজ্ঞ নিয়ে তথ্য প্রদর্শনী

ছবি: আপন দেশ

 

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তার জীবন ও কর্মযজ্ঞ নিয়ে একটি বিশেষ তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর আয়োজন করে বাকৃবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দল।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুক। আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। 

আরও পড়ুন<<>>বাকৃবিতে খালেদা জিয়ার স্মরণে শোক বই

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তথ্য প্রদর্শনীর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা, দেশ ও জনগণের কল্যাণে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তার বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার অবদানকে স্মরণীয় করে রাখতেই সোনালী দলের পক্ষ থেকে এ বিশেষ আয়োজন করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়