Apan Desh | আপন দেশ

জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদলের রাকিব এগিয়ে 

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৮, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১০, ৭ জানুয়ারি ২০২৬

জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদলের রাকিব এগিয়ে 

ছবি : আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত হল সংসদসহ মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪ টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ২৪৭ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। তবে অন্যান্য পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এখনও ২৬টি কেন্দ্রের (হল সংসদসহ) ফলাফল প্রকাশ বাকি। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ১৬৭১ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন ১৪২৪ ভোট।  

আরও পড়ুন<<>>জকসু নির্বাচন: ৮ কেন্দ্রে ভিপি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

এছাড়া জিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ ১৫৮৭ ভোট ও ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭৯৩ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুর রহমান তানজিল ১২৯৭ ভোট পেয়েছেন।  

এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়