Apan Desh | আপন দেশ

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার হলেন আপন দেশ- এর রাফাসান আলম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৯, ২০ নভেম্বর ২০২৫

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার হলেন আপন দেশ- এর রাফাসান আলম

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও আপন দেশ-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. রাফাসান আলম। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আরো ৭ জন বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বিজয়ীদের নাম ঘোষণা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উদীয়মান ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন আপন দেশ-এর রাবি প্রতিনিধি মো. রাফাসান আলম ও জুবায়ের হোসাইন, ফিচার ক্যাটাগরিতে দৈনিক আমার দেশ-এর রাবি প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, বিশেষ ক্যাটাগরিতে কালবেলা রাবি প্রতিনিধি আজহারুল ইসলাম তুহিন, গবেষণা ক্যাটাগরিতে আবু ছালেহ শোয়েব। এছাড়া ডেইলি ইভেন্টে যৌথভাবে সৈয়দ মাহিন, নাসিমুল মুহিত ইফাত ও বিপ্লব উদ্দীন।

এ বিষয়ে রাফাসান বলেন, অনুভূতিটা সত্যিই বিশেষ। তবে আমি মনে করি এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব পরিবারের প্রতিটি মানুষের ভালবাসা, সিনিয়রদের শেখানো ও সহযোগিতার সম্মিলিত ফল। সিনিয়ররা সবসময় আমাকে শিখিয়েছেন কীভাবে দায়িত্বশীল জায়গায় থেকে সাংবাদিকতার নৈতিকতা মানতে হয়, আর জুনিয়রদের উদ্যম ও আন্তরিকতা আমাকে প্রতিনিয়ত নতুন করে কাজের অনুপ্রেরণা দিয়েছে। বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হওয়া আমাকে আরও সতর্ক, আরও নিষ্ঠাবান ও আরও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টার আহবান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে মুশফিকের ইতিহাস নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই