
ফেরদৌস হাসান ফয়সাল ও ইয়ামিন হাসান।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KUCA) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস হাসান ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিন হাসান।
বুধবার (০৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিজয় কুমার ও মো. আল মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর বিন মোহিত ও মো. হাসিবুল হাসান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন- ওমর ফয়সাল সাজিদ, আর সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এস. কে. আমির মাহদিন, তান্না তাবরিজ জিমাহা ও শাহিনুর ইসলাম সৌরভ।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক পদে রয়েছেন জাহিদুর রহমান রাজিব, নূর আলম ও সাকিব শাহরিয়ার হাফিজ।
দফতর সম্পাদক পদে রয়েছেন খন্দকার মিনহাজুল ইসলাম, সহকারী দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আলামিন কাজী ও মো. রবিউল ইসলাম। প্রচার সম্পাদক তাহমিদ হাসান তাসফি, সহকারী প্রচার সম্পাদক ফারুক খান ও তানভীর আহমেদ।
ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন- তানভীর হাসান, আর সহকারী ক্রীড়া সম্পাদক জাকারিয়া হাসান তৌফিক। আইসিটি সম্পাদক সায়েম হাসান, সহকারী আইসিটি সম্পাদক মোহাম্মিনুল ইসলাম শাদ। এ ছাড়া গ্রন্থাগার সম্পাদক আহনাফ তাহমিদ, সহকারী গ্রন্থাগার সম্পাদক সুফিয়ান, দল ব্যবস্থাপক (টিম ম্যানেজার) হিসেবে আছেন সোহেল শেখ।
এছাড়াও নতুন কমিটিতে মোট ১৩ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস হাসান ফয়সাল বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট সংস্কৃতির প্রতীক। নতুন কমিটি হিসেবে আমাদের লক্ষ্য হবে ক্যাম্পাসের প্রতিভাবান ক্রিকেটারদের একত্রিত করে একটি আরও শক্তিশালী টিম স্পিরিট গড়ে তোলা, বিভিন্ন আন্তঃডিসিপ্লিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য বাড়ানো।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীনির্ভর সংগঠন। যা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট কার্যক্রমের উন্নয়ন, প্রতিযোগিতার আয়োজন ও নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।