
ছবি : আপন দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাকসুর ছাত্রদল মনোনীত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেল। রোববার (০৫ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কুরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ এবং সমগ্র মানবজাতির জন্য হেদায়াত ও পথনির্দেশনার আলো। এ গ্রন্থকে অবমাননা করা কেবল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতিময় সামাজিক পরিবেশকে বিপর্যস্ত করার চেষ্টা।
আরও পড়ুন<<>>কোরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে গণপিটুনি
সংগঠনটি জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে দেশের মুসলিম সমাজ গভীরভাবে ব্যথিত হয়েছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও এর আগে বিভিন্ন সময়ে ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে, যা বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। তাই এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম দাবি জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা এবং পূর্বের রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ধর্ম অবমাননার ঘটনাগুলো দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।