Apan Desh | আপন দেশ

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪৩, ৩১ আগস্ট ২০২৫

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়েছে। এ হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের কাছে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। হঠাৎ করে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে। একই সঙ্গে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

আরও পড়ুন>>>ফের শিক্ষাঙ্গনে উত্তেজনা

এর আগে, শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের জন্য আন্দোলন করছিলেন। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের বৈঠক হচ্ছিল। কিন্তু সে বৈঠকের সিদ্ধান্ত শিক্ষার্থীদের পছন্দ হয়নি। তাই পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ সব শিক্ষককে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকরা প্রায় ৬-৭ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে দ্বিতীয়বারের মতো একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়।

এরপর ময়মনসিংহের জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতেই শিক্ষকরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসেন। তখনই বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

একজন পশুপালন অনুষদের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকরা বের হওয়ার সঙ্গে সঙ্গেই একদল বহিরাগত আমাদের ওপর হামলা করে। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ হামলা জেলা প্রশাসকের সামনেই হয়। আমাদের অনেক বন্ধু আহত হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!