
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ৭২ আসন বিশিষ্ট নতুন রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় রিডিং রুম উদ্বোধন করেন হলের প্রভোস্ট প্রফেসর ড ছামিউল ইসলাম সরকার। এ হলের রিডিং রুমের জন্য দুটি কম্পিউটার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর জন্য আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একটি মানসম্মত রিডিং রুমের দাবি ছিল। জুলাইয়ের পরবর্তী সময়ে স্যার প্রভোস্ট হিসেবে আসলে আমরা স্যারকে রিডিং রুম সংস্কারের আবেদন জানাই। আজকে সেটা বাস্তবায়ন করা হয়েছে।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের হলে নানা রকম সংস্কার কার্যক্রম করা হয়। এর আগে আমাদের যে রিডিং রুম ছিল সেখানে পড়াশোনার ভালো পরিবেশ ছিল না। সেখানে একটি মানসম্মত রিডিং রুম পেয়ে আমাদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে।
হলের প্রভোস্ট প্রফেসর ড. ছামিউল ইসলাম সরকার বলেন, আমার যোগদানের ১ বছর হতে যাচ্ছে। গত সেপ্টেম্বরে যোগদানের পর হলের বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসে। আমার কাছে শিক্ষার্থীদের দাবি ছিল একটা মানসম্মত রিডিং রুম তৈরি করার। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বাজেট বরাদ্দ চাই, যা পাশ হয়ে আসতে ৫-৬ মাস সময় লাগে। আমরা আশাবাদী, নতুন রিডিং পেয়ে হলের শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।