
ছবি: আপন দেশ
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণসহ আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ে (বাকৃবি) বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মাহবুবা নাবিলা, সদস্য মাহমুদুল হাসান রাজু।
সমাবেশে বক্তারা বলেন, সোমবার (২১ জুলাই) একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আরওপড়ুন<<>>বোরকা পরে পালাতে হবে, ছাত্রনেতাদের বেরোবি সমন্বয়কের হুমকি
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি মানবিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম। সরকারের উচিত ছিল রাষ্ট্রীয় দায় স্বীকার করে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালানো, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, নিরাপত্তা বাহিনী কর্তৃক প্রকৃত মরদেহের সংখ্যা প্রকাশে বাধা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালানো হলো। রাষ্ট্রীয় উদ্যোগে আর্থিক বরাদ্দ না দিয়ে পাবলিক ফান্ডিং আহবান করা হলো, যা অত্যন্ত দুঃখজনক। এ সিদ্ধান্ত রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থতার নজির স্থাপন করলো।
বক্তারা বলেন, আমরা জনবহুল এলাকার আকাশে ঝুঁকিপূর্ণ ও যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রশিক্ষণ পরিচালনার তীব্র নিন্দা জানাই। জননিরাপত্তার স্বার্থে এমন এলাকায় প্রশিক্ষণ পরিচালনা না করলে এ দুর্ঘটনা এড়ানো যেত। আমরা আজকের এ সমাবেশ থেকে দাবি জানাই, রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার করে প্রকৃত মৃতের সংখ্যা নিশ্চিত করতে হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতসহ নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা দিতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বিমানে জনবহুল এলাকার আকাশে প্রশিক্ষণ কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতি সঞ্জয় রায় দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের আপামর মানবিক জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।