Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন জবি শিক্ষার্থী মেহনাজ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ১৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন জবি শিক্ষার্থী মেহনাজ

মেহনাজ পারভিন

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দুই বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের( জবি) শিক্ষার্থী মেহনাজ পারভিন। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান (সোসি'অলজি ) বিষয়ে মাস্টার্স করার জন্য এ স্কলারশিপ অর্জন করেন তিনি।

মেহনাজ পারভিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী।

ফুল ফান্ডেড স্কলারশিপের অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করে মেহনাজ বলেন, আমি যেহেতু ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই এ পথটা আমার জন্য সহজ ছিল না। অনেকেই মনে করে ইসলামিক স্টাডিজ থেকে আমেরিকার ফুল ফান্ডিং পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রায় এক বছরের নিরলস চেষ্টায় অবশেষে সফল হয়েছি। আমি চাই অন্যরাও চেষ্টা করুক। কারণ আমাদের ডিপার্টমেন্টেও অনেক ভালো কোর্স আছে,সেসকল বিষয়ে  বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিফ পাওয়া সম্ভব।

আরওপড়ুন<<>>১৬ জুলাই ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই একটি ভুল ধারণার মধ্যে থাকেন—এ বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ সীমিত।

মেহনাজ পারভিনের এ সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়। বরং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার এ যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উদ্যম সৃষ্টি করবে বলে আশা এ শিক্ষার্থীর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়