Apan Desh | আপন দেশ

সাইফুল বারীর কথায় সুজন আহমেদের কণ্ঠে ৪ গান

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৮, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৫, ২৮ জানুয়ারি ২০২৬

সাইফুল বারীর কথায় সুজন আহমেদের কণ্ঠে ৪ গান

ছবি: আপন দেশ

গীতিকবি সাইফুল বারীর গীতিকথায় চারটি নতুন গান গেয়েছেন ‘প্যাড়া লাগে’ খ্যাত কণ্ঠশিল্পী সুজন আহমেদ। গানগুলোর সুর করেছেন শিল্পী নিজেই এবং সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন মারুফ চৌধুরী।

নতুন এ চারটি গান শিগগিরই সুজন আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন গীতিকবি সাইফুল বারী।

এ প্রসঙ্গে সাইফুল বারী বলেন, এ চারটি গানই একে অপরের থেকে আলাদা। কথা লেখার সময় আমি চেষ্টা করেছি যেন প্রতিটি গানে ভিন্ন অনুভূতি, ভিন্ন গল্প আর ভিন্ন আবহ পাওয়া যায়। সুজন নিজেই সুর করেছেন, আর মারুফ চৌধুরীর সংগীতায়োজন গানগুলোর ভাবনাকে আরও পরিপূর্ণ করেছে। আমার বিশ্বাস, শ্রোতারা চারটি গানেই নতুনত্ব খুঁজে পাবেন এবং আলাদা আলাদা ভাবে গানগুলোর সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন।

আরও পড়ুন <<>> যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভালো গান তৈরি করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি দায়বদ্ধতারও বিষয়। আমরা তিনজনই চেষ্টা করেছি যেন গানগুলো কেবল শোনা নয়, অনুভব করার মতো হয়।

অন্যদিকে কণ্ঠশিল্পী সুজন আহমেদ বলেন, সাইফুল বারীর কথায় গান গাওয়া মানেই বাড়তি একটা দায়িত্ব অনুভব করি। তার লেখায় একটা গভীরতা থাকে, যা গায়কের ভেতর আলাদা আবেগ তৈরি করে। এ চারটি গানই আলাদা আলাদা অনুভূতির—কোনোটায় প্রেম, কোনোটায় বিচ্ছেদ, আবার কোনোটায় জীবনের টানাপোড়েন।

তিনি আরও যোগ করেন, নিজের সুরে গানগুলো গাওয়ায় প্রতিটি গানের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে। আশা করছি, শ্রোতারা গানগুলো শুনে সে অনুভূতিটা অনুভব করবেন।

উল্লেখ্য, ভিন্ন ভিন্ন আবহে নির্মিত এ চারটি গান শ্রোতাদের জন্য একটি নতুন সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়