Apan Desh | আপন দেশ

সুদের হারে আর নয়-ছয়ে ফিরবে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ২৭ জানুয়ারি ২০২৬

সুদের হারে আর নয়-ছয়ে ফিরবে না: গভর্নর

ফাইল ছবি

দেশের অর্থনীতি আর কখনোই নয়-ছয়ের উচ্চ সুদের হারের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

গভর্নর বলেন, সুদের হার বর্তমানে অত্যন্ত বেশি। সময়ের প্রয়োজনেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। তবে, রাজনৈতিক চাপ দিয়ে নয়-ছয়ের হার আর চাপিয়ে দেয়া যাবে না। 

ড. মনসুর আরও বলেন, বাজারভিত্তিক সুদের হারই নির্ধারিত হবে। এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা জরুরি। খেলাপি ঋণ কমানো, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা ও রিজার্ভের অবস্থান শক্তিশালী করা, এসবই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। 

আরও পড়ুন<<>>স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একেএ আজাদ বলেন, এখন পর্যন্ত ১২ লাখ মানুষ বেকার হয়েছে। বেসরকারি খাতে ঋণ কমেছে। তবে সরকারের ঋণ বেড়েছে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতি প্রয়োগ করেই আর্থিক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়