
ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে হঠাৎ অস্থিতর হয়ে উঠেছে ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের ডালের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে ডালের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে ভোক্তারা। ব্যবাসায়ীদের অভিযোগ, বাজারে তদারকি নেই। পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম।
ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ডাল। দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে, তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এ পণ্য। কিন্তু সে ডালের বাজারও বেশ চড়া । পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ২০ টাকা। খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরও বেশি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
আরওপড়ুন<<>>সবজি-ডিম কিনতেই পকেট ফাঁকা, বাকিগুলো...
সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। বেড়েছে দেশি মশুর ডালের দামও।
বলা হচ্ছে, আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম। স্থানীয় উৎপাদন যেহেতু কম, তাই আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়।
হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম? এ বিষয়ে সরকারের কোনো সংস্থার নেই তদারকি। বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে। এদিকে, তিন পণ্যের মধ্যে স্বল্পমূল্যে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে টিসিবি। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। ডালের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।