সবজি নাগালেই, চাল-ডালের দাম বাড়তি
দেশজুড়ে বয়ে চলেছে শৈত প্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে পর্যুদস্ত জনজীবন। শীতের এ ভরা মৌসুমে কাঁচাবাজার ভরপুর নানা জাতের সবজিতে। প্রচুর সরবরাহ থাকায় কিছুটা উঠা-নামা করলেও মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে দাম। ডিম, মুরগি ও মাছের দাম স্থিতিশীল। তবে হুট করেই বেড়েছে চালের দাম। ঊর্ধ্বমূখী মুগ ডাল, ছোট মসুর ডাল ও চা-এর দামও।
১২:৩১ পিএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার