Apan Desh | আপন দেশ

কালিয়াকৈর পৌরসভায় দুদকের অভিযান, ফেঁসে যাচ্ছেন সাবেক মেয়র মজিবুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:০৪, ৭ নভেম্বর ২০২৫

কালিয়াকৈর পৌরসভায় দুদকের অভিযান, ফেঁসে যাচ্ছেন সাবেক মেয়র মজিবুর

ছবি: আপন দেশ

কালিয়াকৈর পৌরসভার মেয়রের গোপন তথ্য ফাঁস হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে কালিয়াকৈর পৌরসভা থেকে ১৩ কোটি ৯২ লাখ টাকায় একটি কাজ দিয়েছেন পৌরপিতা মজিবুর রহমান। অভিযোগ রয়েছে কোনো যাচাই বাছাই না করেই কাজটি দিয়েছিলেন মেয়র। এমন অভিযোগে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পৌরসভায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়।

অভিযানে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জিজ্ঞাসাবাদে কর্তৃপক্ষের কেউ নথিপত্র যাচাই বাছাইয়ের কোনো প্রমাণ দিতে পারিনি বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক এনামুল হক।

২০২৩ সালে শুরু হওয়া এই কাজটি আইইউজিপি (IUGP) প্রকল্পের ৪র্থ প্যাকেজের অধীনে আইটেক পার্ক আনসার অ্যাকাডেমির ভিতরের রাস্তা, আনসার অ্যাকাডেমির ৩ নং গেইটের বিপরীত রাস্তা ও ড্রেন, পাশা গেইটের রাস্তা, এপেক্স ওয়েভিং রাস্তা, কুহিনূর স মিলের রাস্তা, টান কালিয়াকৈর লালটেকিরে রাস্তা এলাকায় ড্রেনসহ দুটি রাস্তা নির্মাণ করার কথা ছিল। দরপত্র আহবান করা হয়। কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে অনিয়মের করে তৃতীয় দরদাতাকে (ব্রাউন ফিল্ড) কার্যাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে কাজ না পেয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দুদক বরাবর অভিযোগ দিলে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগ তৃতীয় দরদাতা প্রতিষ্ঠানে কাগজপত্রের অনিয়মের কথাও তুলে ধরা হয়।

আরও পড়ুন<<>> দরিদ্র মজিবুর এখন হাজার কোটির টাকার মহারাজা

এ বিষয়ে দুদকের গাজীপুর জেলা স্বমন্নিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক গণমাধ্যমকে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে পৌর প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। দরপত্র যাচাই বাছাইয়ের কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি পৌরসভার কর্মকর্তারা। তাই দুই দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে যদি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
দুর্নীতির সময় মেয়রের দায়িত্ব পালন করেছেন মজিবুর রহমান। এর আগে গত ১০ মাস আগে ৫ জানুয়ারি সকাল ১০টায় তার স্ত্রী-সন্তান ও বিশ্বস্ত ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবর রহমানকে তলব করেছিল দুদক। তবে তলবের আড়াই মাসের মাথায় গত ২১ এপ্রিল তিনি দায়মুক্তি সনদ বাগিয়েছেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়