Apan Desh | আপন দেশ

দুর্নীতিবাজচক্র

দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার আহবান দুদক চেয়ারম্যানের

দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার আহবান দুদক চেয়ারম্যানের

আসন্ন নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যেন রাজনৈতিক দলগুলো মনোনয়ন না দেয়, সে আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন বেচাকেনা অবশ্যই বন্ধ করতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এ আহবান জানান দুদক চেয়ারম্যান। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথি ছিলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। এর জন্য ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হচ্ছে। ভারত যদি ন্যায়বিচার করে, তবে তাকে ফিরিয়ে আনা সহজ হবে।

০৪:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement