Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৪২, ১৬ জুলাই ২০২৫

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি

আদালতের নির্দেশে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৫ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার বশির উদ্দিন বলেন, আদালতের আদেশে এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। বিস্তারিত আমাদের মিডিয়া উইং জানাবে।

সিআইডি সূত্র জানায়, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি-আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুসন্ধান শেষে মানি লন্ডারিং আইনে গাজী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরওপড়ুন<<>>দুদকের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

এক কর্মকর্তা বলেন, গাজী ও সংশ্লিষ্টদের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। আরও তথ্য সংগ্রহ করছি। ব্যাংকগুলো থেকে তাদের লেনদেন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা, তা যাচাইয়ে বিএফআইইউ-এর কাছেও তথ্য চাওয়া হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই মামলা করা সম্ভব হবে।

তার ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে— রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলের সর্বমোট ৪৮৮০ শতাংশ জমি। এসবের দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এসব জমিতে তার গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। এর মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গাজী ডোর, গাজী নেটওয়ার্ক, গাজী টায়ার, গাজী ট্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। এর আগে, গত ০৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ সম্পত্তি জব্দের আদেশ দেন।

এ বিষয়ে গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গাজীর পুত্র গোলাম মুর্তোজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া হোয়াটসঅ্যাপে পাঠানো কল ও বার্তার কোনো উত্তর পাওয়া যায়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়