Apan Desh | আপন দেশ

উত্তরে কমেছে শীত, বাড়ছে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬

উত্তরে কমেছে শীত, বাড়ছে তাপমাত্রা

ছবি : আপন দেশ

উত্তরের শেষ প্রান্তে এখন বসন্তের আগাম বার্তা। মাঘের মাঝামাঝি সময়ে এসে পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেকটাই কমেছে। দীর্ঘদিনের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে জেলায় এখন রোদেলা দিনের দেখা মিলছে। উত্তরের সকালে তাপমাত্রা ১১ ডিগ্রিতে ওঠায় জনজীবনে ফিরেছে চাঞ্চল্য।

এদিন সকাল ৯টায় জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ কেটে যাওয়ায় এখন ভোরের আকাশ কুয়াশাহীন আর রৌদ্রোজ্জ্বল।

সকাল গড়িয়ে ১০টা বাজতেই রোদের উত্তাপ বাড়ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত ওঠায় দুপুরে এখন রীতিমতো গরম অনুভূত হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে ভোরে সূর্য ওঠার আগ পর্যন্ত এখনো থাকছে হালকা শীতের আমেজ। ঠান্ডার দাপট কমায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পাথর শ্রমিক ও দিনমজুররা।

আরও পড়ুন<<>> ভূমিকম্পে কাঁপল ঠাকুরগাঁও

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা বেড়ে এখন ১১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বর্তমানে শৈত্যপ্রবাহের কোনো প্রভাব নেই। দিনের বেলা তাপমাত্রা বেশ বাড়ছে, তবে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা কমে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। দীর্ঘস্থায়ী ঠান্ডার পর এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সীমান্ত জনপদে স্বস্তি আর কর্মচাঞ্চল্য নিয়ে এসেছে।

আপন দেশ জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়