Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে নির্বাচনি সহিংসতায় বিএনপি কর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৮, ১৬ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে নির্বাচনি সহিংসতায় বিএনপি কর্মী নিহত

ফাইল ছবি

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ধোবাউড়ার এরশাদ বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম (৩০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় ধোবাউড়ার ঘোষগাঁও এলাকার এরশাদ বাজারে মজিবুর রহমানের দোকানের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) সালমান ওমর রুবেলের কর্মী নজরুল ইসলামকে নির্বাচনি অফিস উদ্বোধনকালে বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কর্মী রুমান ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন<<>>কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়