Apan Desh | আপন দেশ

আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৯, ১১ জানুয়ারি ২০২৬

আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত

ছবি : আপন দেশ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্তের কাছাকাছি থেকে এ গুলি চালানো হয়। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আদিল নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

টেকনাফ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়