প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলে অনিক নামে এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণি পড়ুয়া দুই কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সে যুবক আত্মগোপনে রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামে এক যুবক তার বান্ধবী নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নেয়। তবে অনিকের বাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠী বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন<<>>বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা জামায়াত নেতাকে শো-কজ
পালিয়ে যাওয়ায় এ ঘটনায় অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































