চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি। দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন।
আরও পড়ুন>>>খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ-পিজিআর
এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত ইসলামপন্থী আট দলের মহাসমাবেশে যোগ দেওয়া বিপুল মানুষের উপস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এটি প্রমাণ করে দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।
চরমোনাই পীর বলেন, জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, তাদের জায়গা বাংলাদেশে নেই। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। দেশের সম্পদ নিয়ে ষড়যন্ত্র ও লুটপাট চলছে। চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না।
শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্য ভাত পাক করে রেখে গেছেন, খেতে পারেননি। মানুষ পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে ও দেশ উন্নয়নের পথে এগোবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































