Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ-পিজিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৮, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ-পিজিআর

ছবি: আপন দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাই সরকার তার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ভিভিআইপি ঘোষণার পরই তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-ও এ নিরাপত্তার কাজে যুক্ত হয়েছে।

আরও পড়ুন>>>খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

জানা গেছে, মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে এ দুটি সংস্থার সদস্যরা কাজ শুরু করেন। তারা হাসপাতালের সব দিকে কড়া নজর রাখছেন। ভিভিআইপি ব্যক্তিরা যে ধরনের নিরাপত্তা পান, খালেদা জিয়াও এখন সেই নিরাপত্তা পাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে ডিউটি শুরু করেছেন। ভিভিআইপি সুরক্ষার জন্য এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

সরকারের উপদেষ্টা পরিষদের একটি বৈঠক ছিল। বৈঠকটি মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। সে বৈঠকেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়