Apan Desh | আপন দেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৩২, ১৪ নভেম্বর ২০২৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

প্রতীকী ছবি

মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়ার মেহেদী হাসান সাগর (৩২), মাগুরার শলিখার বুনাগতির তামিম (১৮) এবং নরপতি গ্রামের শান্ত মণ্ডল (১৯)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মাগুরা–মহম্মদপুর সড়কের ধোয়াইল ফায়ার সার্ভিস অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মেহেদী হাসান সাগর। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়। তার বাবা মনিরুল ইসলাম। তিনি মহম্মদপুরের একটি গ্রামে বিবাহসূত্রে বসবাস করছিলেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা থেকে গাবতলা সড়কের চাঁদপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তামিম।

নিহত তামিম বুনাগাতি গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং নিহত শান্ত মণ্ডল নরপতি গ্রামের প্রভাত মণ্ডলের ছেলে। তারা দু’জনই বুনাগাতি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত অপর আরোহী শান্ত মণ্ডলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও স্বজনদের ভাষ্য, নিয়ন্ত্রণ হারানোর কারণেই মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়, ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়