Apan Desh | আপন দেশ

জামায়াতের কার্যালয় থেকে সরকারি সার-বীজ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৮, ১ নভেম্বর ২০২৫

জামায়াতের কার্যালয় থেকে সরকারি সার-বীজ উদ্ধার

ছবি : আপন দেশ

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>হেমন্তেই শীতের আগমনী বার্তা

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাই, সুরাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ রয়েছে। আমরা সেখানে গিয়ে তা উদ্ধার করি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেয়া হবে।

অভিযোগ সম্পর্কে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়