Apan Desh | আপন দেশ

কাপ্তাই হ্রদে নৌকা ডুবি : এখনো নিখোঁজ ১

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ১ অক্টোবর ২০২৫

কাপ্তাই হ্রদে নৌকা ডুবি : এখনো নিখোঁজ ১

ছবি : আপন দেশ

রাঙামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবির ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (০১ অক্টোবর) সকালে নিখোঁজ শিরিন আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে মাসুম নামের (৫) বছরের এক শিশু।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে এক শিশুর মরদেহ ও আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা। 

আরও পড়ুন<<>>ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়।

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেছি। এখনো মাসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে, এ অভিযানে সেনাবাহিনী সহায়তা করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়