
ছবি : আপন দেশ
পার্বত্য জেলা খাগড়াছড়ির ধর্ষণকান্ডের ঘটনায় তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধের কোন প্রভাব নেই রাঙামাটিতে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রামগামী সকল প্রকার দূর-পাল্লার যান নিদিষ্ট গন্তব্য থেকে ছেড়ে গেছে। রাঙামাটি শহরে চলাচলের একমাত্র বাহন অটোরিকশা (সিএনজি চালিত) চলাচল করতে দেখা গেছে। দোকান-পাঠ খোলা রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কঠোর নজরদারী রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটির কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে সম্প্রীতি বজায় রাখতে এবং অনাকাঙ্খিত ঘটাতে এড়াতে স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন সম্প্রদায়, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়াও যে কোন ধরণের গুজব এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন বলেন, রাঙামাটিতে অবরোধের কোন প্রভাব নেই। পরিস্থিতি শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ির জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন পাহাড়ি যুবক অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে। এরপর ভিকটিমের বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছিলেন।
এরপর ছাত্র-জুম্ম জনতার অবরোধের কারণে সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়িতে সংঘর্ষে তিনজন নিহত এবং সেনা-পুলিশসহ আহত হয় ১৬জন। এ ঘটনায় সংঘটনটি ৮দফা কর্মসূচি ঘোষণা করে সোমবার থেকে তিন পার্বত্য জেলায় সড়ক পথে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়া হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।