Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : আপন দেশ

খাগড়াছড়ির গুইমারায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। পাশাপাশি জুম্ম–ছাত্র জনতার ডাকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এ পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি সদরে দেখা যায়, অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দতে সড়কে দু-একটি অটোরিকশা চলাচল করছে। বন্ধ রয়েছে দোকানপাট। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এক-দুজনের বেশি মানুষ একসঙ্গে দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আট দফা দাবির সঙ্গে রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারা উপজেলায় সহিংসতায় তিন পাহাড়ির মৃত্যুর ঘটনায় সোমবার আবারও বিক্ষোভ করা হবে বলে জুম্ম–ছাত্র জনতার সূত্রে জানা গেছে। জানতে চাইলে জুম্ম–ছাত্র জনতার অন্যতম মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের জন্য সবাইকে আহবান করছি।

আরও পড়ুন<<>>আ.লীগ নেত্রী শামিমা পারভীন আটক

এদিন সকাল পৌনে ১০টায় গুইমারা বাজারে গিয়ে দেখা যায়, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সাপ্তাহিক বাজারের দিন থাকলেও পরিস্থিতির কারণে বাজার বসেনি। দোকানপাটও বন্ধ রয়েছে। টমটম ও মোটরসাইকেল ছাড়া অন্য পরিবহন চলতে দেখা যাচ্ছে না। বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম।

খাগড়াছড়ির গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলায় অবরোধের সমর্থনকারীদের অবস্থান নেয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২৩ সেপ্টেমর রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শয়ন শীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়