Apan Desh | আপন দেশ

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট 

ছবি : আপন দেশ

টানা ১০ দিন পানি ছাড়ার পর অবশেষে বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

গত ১০ সেপ্টেম্বর টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধের ১৬ জলকপাট সাড়ে তিনফুট খুলে দিয়ে ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদে বর্তমানে পানি আছে ১০৮.২২ ফুট মিনস সি লেভেল। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত ২০ আগষ্ট রাত ৮ টা থেকে ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা চারদিন পানি ছাড়ার পর ২৩ আগষ্ট বিকেল ৫ টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।
 
এর আগে গত ০৪ আগষ্ট কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিলো। একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগষ্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়