Apan Desh | আপন দেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। অপরজন হলেন, বাসের হেলপার মো. রফিক (৬০)। তিনি যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

আরওপড়ুন<<>>নিজ ঘরে স্ত্রীর গলাকাটা, স্বামীর ঝুলন্ত মরদেহ

পুলিশ জানায়, মহাসড়কের হাফেজেয়া এলাকার ঢাকামুখি লেনে একটি পানি বহনকারী ট্রাক হঠাৎ করে থামানো হয়। পরে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস ও তার পেছনে থাকা আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা ১০/১৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়