Apan Desh | আপন দেশ

ফরিদপুরে অভিযান, ২০ লাখ টাকার চায়না দুয়ারি ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ২৮ আগস্ট ২০২৫

ফরিদপুরে অভিযান, ২০ লাখ টাকার চায়না দুয়ারি ধ্বংস

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায়  তিনটি বিলে অভিযান চালিয়ে চারশ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরে সেগুলোকে পুড়িয়ে ফেলে।  

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নগরকান্দার শশা, শাকরাইল ও জুঙ্গনদী বিলে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ও নগরকান্দা থানা পুলিশও অভিযানে সহায়তা করেছেন। 

নিষিদ্ধঘোষিত চায়না দুয়ারি জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এমনকি জাতীয় সব প্রাণীকেও হত্যা করা হয় এ ফাঁদ দিয়ে।

নগরকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আরবার গণমাধ্যমে বলেন, এ উপজেলায় একাধিক বিল ও বাওড় রয়েছে। অবৈধ ফাঁদ দিয়ে কিছু দুষ্টু চক্র ও মৎস্য শিকারীরা প্রতিনিয়ত মাছের প্রজন্মকে ধ্বংস করছে। আমাদের এ অভিযানে প্রায় ২০ লাখ টাকার চায়না দুয়ারি ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন<<>> ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

অভিযান প্রসঙ্গে নগরকান্দা উপজেলান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবিরউদ্দিন জানান, বিলগুলো থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত চায়না জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়। কিন্তু এ নিষিদ্ধ জাল ব্যবহারে কারও স্বীকারোক্তি না পাওয়ায় কাউকে সাজার আওতায় আনা যায়নি।

তিনি বলেন, এসব জালে শুধু ছোট বড় মাছ নয় শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণীও আটকে পড়ছে। মারা যাচ্ছে। এর ফলে এ এলাকার  প্রাণীবৈচিত্র ধ্বংস হচ্ছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশেরও। যারা এ নিষিদ্ধ জাল দিয়ে প্রকৃতি ধ্বংস করছে তাদের শুধু শাস্তি দিয়ে বিরত রাখা যাবে না। সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়