Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৬ বগি বিচ্ছিন্ন, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  

প্রকাশিত: ২০:২২, ১৮ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৬ বগি বিচ্ছিন্ন, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের দুই বগির কাপলিং হুক ভেঙে ছয় বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আরওপড়ুন<<>>‘আ. লীগ আলেম-উলামাদের ওপর অমানবিক নির্যাতন করেছে’

পরে ট্রেনের বাকি ১০ বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জে প্রবেশের আগে দুই বগির কাপলিং হুক ভেঙে ছয় বগি আলাদা হয়ে যায়। পরে বাকি ১০ বগি নিয়ে ট্রেনটি স্টেশন ছাড়ে। তবে ভৈরব রেলসেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে ট্রেন সেতুতে আটকা পড়ে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়