Apan Desh | আপন দেশ

দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:০২, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১১:২০, ৮ আগস্ট ২০২৫

দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

ছবি : আপন দেশ

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে সদাইপাতি নামক দোকানের মালিক শাহ ফয়জুর রহমান রুবেল (৫২) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তার বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার শিকার হন রুবেল। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার আর্তচিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক অটোরিকশাচালক বলেন, আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌড়ে যাই এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। এ সময় আমরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আমরা তদন্তে নেমেছি। ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতের লাশ সিওমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল। পরে আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়