
ছবি: আপন দেশ
কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখা এ মানববন্ধন করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকার সভাপতিত্ব করেন। শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা প্রশাসন অ্যাকাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান ও ত্রিমোহনী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল চান। বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহবান জানান।
এছাড়াও সোসাইটির নেতৃবৃন্দ মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।