
ফাইল ছবি
ভোলা সদর উপজেলা রাজাপুরে এক গৃহবধূ কে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মাঝি নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৮ জুলাই) রাতে রাজাপুর ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনাসূত্রে জানা যায়. ওই নারীর স্বামী জীবিকার তাগিদে সাগরে ছিলেন। তিনি দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বাহিরে বৃষ্টি এ সুযোগে প্রতিবেশী কেরু মাঝির ছেলে কামালসহ সংবদ্ধ একটি গ্রুপ ঘরের সিঁধ কেটে প্রবেশ করে ওই নারীর হাত-পা বাঁধে। এসময় নারী ডাক-চিৎকার দিলে বাচ্ছাদের গলায় দা ধরে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন কামাল।
ধর্ষণ শেষে উলঙ্গ অবস্থায় ওই নারীকে ভিডিও করে। কামালকে তিনি ডেকে এনেছেন এমন জবানবন্দি নিয়েছেন। ধর্ষণের কথা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দিবে ও সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দেন কামাল।
ভুক্তভোগী নারী আরও বলেন, কামাল আমার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে। তার সঙ্গে আরও লোক ছিল, তারা বাহিরে ছিল। আমি তাদের চিনতে পারিনি। এ ছাড়াও চুলের মুঠি ধরে বাহিরে টেনে নিয়ে, আমাকে দিয়েই সিঁধ কাটার মাটি ভরাট করেন কামাল। এ ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান ভুক্তভোগী নারী।
ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন. ঘটনা শুনেছি, আমাদের পুলিশের টিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। তদন্ত চলছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।