
আটক মো. সবির আহমেদ-মো. নাজিমউদ্দীন বাবুল
কুমিল্লার মুরাদনগরে কুপিয়ে ও পিটুনিতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৪ জুলাই) নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে এ মামলা করলে রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। এর আগে বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কড়ইবাড়ি গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।
আরওপড়ুন<<>>হজযাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে আছে বিমান
এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে তাদের ভাষ্য। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান শনিবার (০৫ জুলাই) সকালে বলেন, মামলার কপি এখনও আদালতে পৌঁছায়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, তাই এখনই তাদের নাম বলতে চাই না।
সেনাবাহিনী ও পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।