Apan Desh | আপন দেশ

হজযাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে আছে বিমান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৬, ৫ জুলাই ২০২৫

আপডেট: ১২:১৭, ৫ জুলাই ২০২৫

হজযাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে আছে বিমান

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে একটি ফ্লাইট। ৩৮৭ জন হজযাত্রী নিয়ে বিমানটি বিমানবন্দরের রানওয়েতে আটকে গেছে। ফলে বিমান চলাচল ব্যহত হচ্ছে। শনিবার (০৫ জুলাই) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-১৩৮ শুক্রবার রাত সাড়ে ১১টায় মদিনা থেকে ছেড়ে আসে এবং শনিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেয়ার সময় রানওয়ে-২৩ প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়।

ফ্লাইটে থাকা যাত্রী দোস্ত মোহাম্মদ মুঠোফোনে বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে আমরা উড়োজাহাজেই বসে আছি। প্রায় ৩৮৭ জন হজযাত্রী ও প্রবাসী যাত্রী রয়েছে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে আসা ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়