
ছবি: আপন দেশ
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদল কর্মী আবুল হোসেন রাফির (১৯) হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
রোবরার (২৫ মে) বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় নিহত রাফির বাবা-মা, স্বজন, এলাকাবাসী বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন রাফির বাবা আবুল কালাম আজাদ, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামসহ এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
আরওপড়ুন<<>>গুলিবিদ্ধ ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন
রাফি হত্যার চারদিনেও হত্যাকারী পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেফতার করতে ন পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন বক্তারা। সমাবেশে রাফির হত্যাকারীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ তার ফাঁসির দাবি জানানো হয়।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক এলাকা থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্প্রতিবার (২২ মে) বিকেলে অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলায় এক বন্ধুর ঠোঁট কেটে গেলে তাকে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের (৬০) কাছে চিকিৎসার জন্য নেয়া হয়। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন শাহীন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান রাফি। এ ঘটনায় রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।