Apan Desh | আপন দেশ

‘দেশের সার্বভৌমত্ব এ সরকারের হাতে নিরাপদ নয়’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৫ মে ২০২৫

আপডেট: ২২:৩৯, ১৫ মে ২০২৫

‘দেশের সার্বভৌমত্ব এ সরকারের হাতে নিরাপদ নয়’

কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের হাতে নিরাপদ নয়। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করিডোর দেয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেয়ার কেউ না। সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। 

আরও পড়ুন>>>লোকচক্ষুর আড়ালে সেন্টমার্টিন দ্বীপের হাহাকার

মির্জা আব্বাস বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি।

আরও পড়ুন>>>‘এনসিপিদের সাদরে বরণ করে জবি শিক্ষার্থীদের লাঠিচার্জ কেন’

বিএনপির সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহবান জানান মির্জা আব্বাস। বলেন, সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী। কোনো সময় রাজপথে আসে নাই, মিছিল করে নাই, মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে, সে সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে। সে শ্রেণির লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়ই। এটাকে মাথায় রাখতে হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়