Apan Desh | আপন দেশ

বকশীগঞ্জে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২১, ৮ মে ২০২৫

বকশীগঞ্জে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ মধ্য বাজারে সংবাদ সম্মেলন।

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত ত্যাগী নেতারা। বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে বকশীগঞ্জ মধ্য বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাদশা ও সাবেক সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল।

তারা বলেন, বর্তমানে বকশীগঞ্জ উপজেলা বিএনপির যে কমিটি রয়েছে, তা আওয়ামী দোসরদের দিয়ে গঠিত। এ কমিটি দলীয় আদর্শের বিপরীত। তাই এ 'সুপার ফাইভ পকেট কমিটি' বাতিল করে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

আরও পড়ুন>>>‘আ.লীগ ছেড়ে আসা দেশপ্রেমিকরা যোগ দিতে পারবেন বিএনপিতে’

বক্তারা আরও জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের নেতৃত্বেই তারা দলকে সংগঠিত করতে চান।

সংবাদ সম্মেলনে ওই গ্রুপের বিপুল সংখ্যক সাবেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আব্দুর রউফ তালুকদার বলেন, আমাকে বহিষ্কার করা নিয়ে যেসব তথ্য দেয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেন্দ্রীয় বিএনপি আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। আমি এখনও বিএনপিতে সক্রিয় আছি, থাকব ইনশাআল্লাহ।”

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়