Apan Desh | আপন দেশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ৩০ এপ্রিল ২০২৫

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিক্ষোভে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ চান আইনজীবীরা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.আশরাফ আলী,সহ দফতর সম্পাদক অ্যাড. শাহ আলী আহমেদ, সদস্য অ্যাড. আবু সাঈদ শিথীল, অ্যাড. মোছা. শাহানাজ পারভীন, অ্যাড. হারুন অর রশিদ, অ্যাড. মো. নুর জামাল প্রমুখ।

আরওপড়ুন<<>>বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

সমাবেশে বক্তারা দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূলকারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি করেন।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড ফখরুল ইসলাম বলেন, এবিএম খাইরুল হক ফ্যাসিবাদের একজন দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ। অবিলম্বে কুখ্যাত এবিএম খাইরুল হকসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করেন। না হলে সারাদেশে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়