
প্রতীকী ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বন্যপ্রাণির উৎপাত থেকে রক্ষার জন্য ভুট্টা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। সেই ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার বালিয়াকান্দি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক ইদ্রিস খাঁ বন্যপ্রাণির উৎপাত থেকে রক্ষার জন্য ভুট্টা ক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সংযোগ বন্ধ করতে ভুলে যান তিনি। শনিবার সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে এসে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।