ফাইল ছবি
ফেনীতে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এসব ঘটনা ঘটে। এর মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, আরেকজন হোটেলে হঠাৎ এবং অন্যজন গাছের নিচে চাপা পড়ে মারা যান।
সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পুলিশ সদস্য মোহসিন মিঞা।
অপরদিকে, শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাশতা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে তিনি। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মারা যান মোহাম্মদ মুসা (৩৪)। তিনি পিরোজপুর জেলার ন্দুরকানী উপজেলার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিন জনের মরদেহই হাসপাতালের মর্গে আছে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শোয়েব ইমতিয়াজ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































