Apan Desh | আপন দেশ

ওয়ানডের অধিনায়ক হতে পারেন লিটন দাস!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ৭ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:১৩, ৭ আগস্ট ২০২৩

ওয়ানডের অধিনায়ক হতে পারেন লিটন দাস!

ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের মাত্র দুই মাস বাকি। এ সয়মই তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। তাই নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেই ‘নতুন অধিনায়ক’ অবশ্য পুরোনো মুখ হওয়ার সম্ভাবনাই বেশি। গুঞ্জন রয়েছে, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকেই বিশ্বকাপে নেতৃত্বে দেখা যাবে।

টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগে থেকেই অধিনায়ক সাকিব। এখন ওয়ানডের অধিনায়ক হলে ফের তিন সংস্করণেই তার কাঁধে চলে আসবে নেতৃত্বের ভার।

তবে সাকিবকে তিন সংস্করণেই অধিনায়ক না করে দুই সংস্করণেই রাখতে চাচ্ছে বিসিবি। আর এজন্য টেস্টের নেতৃত্বে পরিবর্তনের ভাবনা আছে। সাকিবের পরিবর্তে যেখানে লিটন দাসকে অধিনায়ক করা হতে পারে। 

আরও পড়ুন: রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

৩৬ বছর বয়সী সাকিবকে আগামী দিনে তিন ফরম্যাটেই, বিশেষ করে টেস্টে নিয়মিত পাওয়া যাবে কি না সেই ভাবনা আছে বোর্ডের অনেকের। আর সে কারণেই টেস্টের নেতৃত্ব লিটনকে দেয়ার আলোচনা। অবশ্য সাকিব নিজে কি চান সেটা জেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

বিসিবির একজন অফিশিয়াল একটি ইংরেজি দৈনিককে বলেছেন, সাকিবের বয়সও বিবেচনায় নিতে হবে আমাদের। কারণ তিনি যদি সাদা বলের ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে পারেন এবং লাল বলে বাছাই করে খেলতে পারেন, এটা তার জন্য উপযুক্ত হতে পারে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে সাকিবের সঙ্গে দ্রুতই কথা বলবেন বলে মনে করা হচ্ছে। যদি সাকিব তিন ফরম্যাটেই নেতৃত্ব নিতে চান, তাহলে সেটাই করা করে। আর যদি সাকিব অনুভব করেন তিন ফরম্যাটের নেতৃত্ব তার জন্য চাপ হবে, তাহলে তাকে শুধু সাদা বলে অধিনায়ক হওয়ার প্রস্তাব করা হবে।

সাকিব অবশ্য আগে বলেছিলেন তিন ফরম্যাটের ক্রিকেট তিনি কতদিন চালিয়ে যাবেন তা তিনি নিশ্চিত নন। সাম্প্রতিক অতীতে বলেছিলেন, এই মুহূর্তে তিনি বিশ্বকাপ নিয়ে ভাবছেন, এরপর নিজের ভবিষ্যৎ ঠিক করবেন।

সাকিব এর আগেও ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়